এসইও বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সে আপনাদের স্বাগতম। আমি জানি অনেকেই একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছেন, যেখানে থেকে এসইও শিখা যায়। বাংলাদেশ এসইও শেখার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম পাবেন। যেকোনো একটি ভালো প্লাটফর্ম থেকে এসইও শিখলেই হবে। এসইও স্ট্র্যাটেজি মোটামুটি একই রকম, তবে প্র্যাকটিক্যালি আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে।
আমরা যারা এসইও নিয়ে কাজ করি তাদের মেইন সমস্যা হয় প্র্যাকটিসের সময়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কোর্স শেষ হওয়ার পর যার কাছ থেকে কোর্স করা হয়েছে অথবা যে টিউটোরিয়াল দেখে কোর্সটা করা হয়েছে সেখানে সমস্যার উত্তর পাওয়া যায় না। এর ইনস্ট্যান্ট একটা সলিউশন হচ্ছে গুগল করা। আমাদের মধ্যে অনেকেরই এ মানসিকতাটা আছে যে আমরা গুগোল করতে চাই না। তাদেরকে বলব অবশ্যই আগে আপনি আপনার সমস্যাটা গুগলে সার্চ দিবেন। সেখানে যদি কোন উত্তর না পান তখন আপনি বিভিন্ন ফোরাম বা এসইও রিলেটেড বিভিন্ন গ্রুপে যোগাযোগ করবেন। অথবা আপনি যার কাছে কোর্স করেছেন তার কাছ থেকে সাহায্য চাইতে পারেন।
এসইও শেখার জন্য আমাদের প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পেশেন্স। আমাদেরকে যথেষ্ট পরিমাণে ধৈর্যশীল হতে হবে। কারণ এই ফিল্ডে আপনাকে একই ধরনের কাজ বারবার করতে হবে। আপনার যদি পেশেন্স না থাকে, তাহলে আপনি এই ফিল্ডে বেশিদূর যেতে পারবেন না।এরপরে আপনাকে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে হবে। প্র্যাকটিক্যালি কাজের কোন বিকল্প নাই।
টিম বেজ কাজ করতে পারলে আরো বেশি সুবিধা পাবেন। কারণ একজন এক্সপার্ট যদি সবগুলো কাজ একসাথে করে তাহলে কাজের গতি কমে যায়। এবং সে সবসময় এসইও এর সবগুলো পার্টে সমান দক্ষ নাও হতে পারে। যদিও তার সব বিষয় সম্পর্কে ধারণা থাকে।
এসইও সেক্টর বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফিল্ডে প্রচুর কাজ আছে। আপনি যদি এই ফিল্ডে আসতে চান তাহলে কাজের অভাব হবেনা। তবে তার জন্য আপনাকে দক্ষ হতে হবে। আপনি যদি আপনার স্কিল সুন্দর ভাবে ডেভোলাপ করতে পারবেন, কি স্ট্র্যাটেজি গুলো আয়ত্ব করতে পারেন। তাহলে আপনার কাজের অভাব হবেনা। আর কাজ থাকলে আপনার ইনকামেরও কমতি থাকবে না।
এই ফিল্ডে কাজ করলে আপনার ইনকাম সর্বনিম্ন ৩০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ইনকাম করতে পারেন। কোন লিমিট নাই, আপনার উপর ডিপেন্ড করে। শুরুতেই হয়তোবা আপনি এত টাকা কামাতে পারবেন না। একটা পর্যায়ে পরে অবশ্যই ইনকাম করতে পারবেন। এবং ইনকাম আসতেই থাকবে।
About this course
Rank #1 on Google with Technical SEO, Pagespeed SEO, Backlinks SEO, Keyword Research SEO & WordPress SEO Course 2021
Total Class: 25
Class Duration: 60 minutes
Course Trainer: Md. Mizanur Rahman
Course Fee: 15,000 BDT (Fifteen Thousand Taka)
BKash Number: 01521-200155
Rocket Number: 01772-6809804
পেমেন্ট দেয়ার পর অবশ্যই কনফার্ম করবেন। কনফার্ম করতে এই নাম্বারে ক্লিক করুন- 01521-200155
Bank Name: Dutch Bangla Bank Ltd.
Account Name: MD. MIZANUR RAHMAN
Account Number: 7017323006636
বিঃদ্রঃ পেমেন্ট দেয়ার আগে কনট্যাক্ট করে নিন যে ঠিক জায়গায় পেমেন্ট করছেন কিনা। প্রযোজনে অফিসে এসে পেমেন্ট দিতে পারেন। অনলাইনে বিভিন্ন প্রতারক চক্র থেকে সাবধান থাকুন।