Digital Marketing in Bangladesh Bangla
বর্তমান ইন্টারনেটের যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া চলা প্রায় অসম্ভব। বিশ্বের প্রায় প্রতিটা দেশই এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। আমাদের দেশও এই দিক থেকে পিছিয়ে নেই। আমাদের দেশে এখন বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান আছে, যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে তাদের বিজনেস পরিচালনা করছে। শুধু ই-কমার্স প্রতিষ্ঠান নয় প্রায় প্রতিটা প্রতিষ্ঠানই চাচ্ছে অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম কে পরিচালনা করতে। আর এই সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং টা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সো আজ আমরা দেখবো আমাদের বাংলাদেশে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়।
What is Digital Marketing in Bangla?
ডিজিটাল মার্কেটিং বলতে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে বলবো, কোন একটা বিজনেস অথবা কোন একটা ব্রান্ড কে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সকলের কাছে পৌছানো। আর এই সকলের কাছে পৌছানো টা হতে পারে এসইও করে অথবা সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে। সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে, ফেইসবুক(Facebook), টুইটার(Twitter), লিঙ্কডইন(LinkedIn), পিন্টারেস্ট(Pinterest), ইন্সটাগ্রাম(Instagram), ইউটিউব(YouTube) এবং আরও যেসকল সোসাল প্লাটফর্ম আছে সেগুলো। তাছাড়া ইমেইল মার্কেটিং বা লিড জেনারেশনও ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে।
ডিজিটাল মার্কেটিং এডভার্টাইজিং এর মাধ্যমেও হতে পারে আবার অর্গানিক পদ্ধতিতে, যেখানে কোন টাকা লাগবে না সেভাবেও হতে পারে। তবে এক্ষেত্রে যতক্ষণ অ্যাডভার্টাইজমেন্ট চলবে ততক্ষণ আপনি ট্রাফিক পাবেন। অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিলেই আপনার ট্রাফিক আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু অর্গানিক পদ্ধতিতে আপনি ট্রাফিক সব সময় পাবেন। যদিও অর্গানিক পদ্ধতিতে ট্রাফিক কম আসে, তারপরেও লং লাস্টিং প্রজেক্ট এর জন্য অর্গানিক পদ্ধতিতে সোশ্যাল মার্কেটিং করাই ভালো।
Types of Digital Marketing in Bangladesh
নির্দিষ্ট করে বলা যায়না যে কয়ধরনের ডিজিটাল মার্কেটিং আছে। ভিন্ন ভিন্ন এক্সপার্ট গণ ভিন্ন ভিন্ন ডিজিটাল মার্কেটিং এর শ্রেণীবিভাগ এর কথা উল্লেখ করেছেন। সেখান থেকে আমি মেইন কিছু ধরন নিয়ে আলোচনা করলামঃ
Search Engine Optimization
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রাণ। কোন সার্চ ইঞ্জিন ওয়েবসাইটে কনটেন্টকে দেখানোর জন্য এই পদ্ধতিতে মার্কেটিং করতে হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং এর মধ্যে আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে অর্গানিক পদ্ধতি আরেকটি হচ্ছে ইন অর্গানিক পদ্ধতি।
অর্গানিক পদ্ধতিতে মার্কেটিং করলে সময় বেশি নেয় কিন্তু লং লাস্টিং হয়। আর অ্যাডভার্টাইজমেন্ট বা ইন অর্গানিক এর মাধ্যমে মার্কেটিং করলে যতক্ষণ মার্কেটিং চলবে ততক্ষণ কনটেন্ট দেখা যাবে। মারকেটিং অফ হয়ে গেলে আর কনটেন্ট দেখা যাবে না। এটাকে পে পার ক্লিক (pay-per-click) ও বলে।
Content Marketing
কনটেন্ট মার্কেটিং মূলত বিভিন্ন ধরনের ব্লগপোস্ট, ভিডিও রিসার্চ, হাউ টু ভিডিও এবং বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর কনটেন্ট গুলো কে বুঝায়। একটু সহজ করে বলতে গেলে আমরা ইনফরমেটিভ যে সমস্ত কনটেন্ট পাই, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই সে ধরনের কনটেন্ট কেই বোঝায়।
Social Media Marketing
সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি বিশাল প্ল্যাটফর্ম। এখানে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল সাইট যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট সহ আরও যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। এগুলোর মধ্যে ফেইসবুক সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এখান থেকে প্রচুর ট্রাফিক পাওয়া যায়। তাছাড়া টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট ও অনেক জনপ্রিয়। পাশাপাশি এখান থেকেও একটা ভালো এমাউন্ট অফ অডিয়েন্স পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে কোর্স করতে চাইলে বা আরও বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন।
Affiliate and Influencer Marketing
এফিলিয়েট এবং ইনফ্লুয়েন্সের মার্কেটিং এর মাধ্যমেও ট্রাফিক পাওয়া যায়। এর মাধ্যমে তাদের সাইটের মধ্যে, তাদের অডিয়েন্সদের আপনার সাইটের মার্কেটিং করবে এবং সেখান থেকে আপনি কিছু ট্রাফিক পাবেন। বেশির ভাগ ক্ষেত্রেই এই এফিলিয়েটেড বিষয়টা পেইড হয়ে থাকে, এখানে ফ্রি কোন কিছু হয়না।
E-mail Marketing
ইমেইল মার্কেটিং একসময়ের খুব জনপ্রিয় ছিল। এখন এর প্রভাব কিছুটা কমেছে। কেননা বিভিন্ন রকমের স্প্যামিং এর ফলে ইমেইল গুলো এখন অনেক সিকিউর হয়ে গেছে। তাই খুব সহজেই এখন আর ইমেইল পাওয়া যায় না। ফলে মার্কেটিং একটু কমেছে, তবে কমলেও কিন্তু এটি খুবই কার্যকরী একটি মার্কেটিং পদ্ধতি। এর মাধ্যমে ডিরেক্ট বায়ার এবং অডিয়েন্স এর সাথে কন্টাক্ট করা যায়।
How to Do Digital Marketing in Bangladesh Bangla
ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই উপরের টপিকস গুলোর উপর ভালো ভাবে আয়ত্ত থাকতে হবে। এর জন্য আমি আপনাকে বলব সবচেয়ে বেশি জোর দিতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর উপর। এবং তারপরে জোর দিতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। যদি আপনি এই দুটো ফিল্ডে ভালো করতে পারেন তাহলে আপনি আপনার বিজনেসটাকে একটা বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন।
বাংলাদেশ এখন ডিজিটাল মার্কেটিং এর জন্য এসইও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং লিংক বিল্ডিং এই তিনটি কাজের মাধ্যমে আপনি আপনার সাইটকে রেঙ্ক করাতে পারেন। মূলত এসইও শেখার মাধ্যমে এবং ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ করতে পারেন। এক্ষেত্রে আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন তখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলো বিষয়ে আপনাকে আলাদাভাবে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন।